আসসালামু আলাইকুম,
            আশা করি সকলে ভালো আছেন।
আজকে আমরা জানব কিভাবে একটি gmail একাউন্ট অর্থাৎ google একাউন্ট খুলতে হয়। gmail এর পূর্ণরুপ হলো google mail। gmail account থাকলে Email সুবিধা ছাড়াও অনলাইনে আরো অনেক সুবিধা পাওয়া যায়।

অতীতে মানুষের চিঠির মাধ্যমে খবর আদান-প্রদান করতে হতো, সেখানে  দেখা যেত সেই খবরটি প্রাপকের কাছে পৌছাতে অনেক সময় লেগে যেত। কিন্তু বর্তমানে বিজ্ঞানের প্রসারের ফলে অতীতের কয়েক দিনের কাজ, বর্তমানে কয়েক সেকেন্ডে সমপন্ন হয়ে যায়। তাতে করে মানুষের সময় অপচয় হয় না এবং প্রাপক তার সংবাদ সময়মত পেয়ে যায়। দ্রুততার সাথে সংবাদ  পাঠানোর অন্যতম  মাধ্যম হচ্ছে  ইমেইল। ইমেইল এর অর্থ হচ্ছে ইলেক্ট্রনিক মেইল সংক্ষেপে বলা হয় ই-মেইল। বর্তমানে ইমেইল একাউন্ট প্রত্যেকের থাকা দরকার। আর আপনি যদি অনলাইনে কাজ করতে চান তাহলে তো ইমেইল এর বিকল্প নেই।

আপনার যদি কোন ইমেইল একাউন্ট না থেকে থাকে, তাহলে আমার এই টিউটোরিয়ালটি পড়ে  অবশ্যই একটা ইমেইল একাউন্ট খুলে নিবেন। আগে অবশ্যই আপনারা সম্পূর্ণ টিউটোরিয়ালটি পড়ে নিবেন তার পর একাউন্ট খুলবেন। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। চলুন শুরু করা যাক--

 আপনাদের টিউটোরিয়ালটি সম্পূর্ণ পড়া হয়ে গেলে  এখানে ক্লিক করুন ।
উপরে  এখানে ক্লিক করুন লেখাতে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার সামনে নিচের স্কিনশট এর মত একটা পেজ ওপেন হবে।

স্কিনশট ফলো করুন:
create gmail account tutorial SM Abusayed
এখানে,
Name আপনার নামের প্রথম অংশ
Last name আপনার নামের শেষের অংশ
username এখানেে আপনি যা দিবেন সেটা হবে আপনার ইমেইল ঠিকানা যেমনঃsmabusayed929@gmail.comএখানে ইংরেজি অক্ষর, সংখ্যা, সংকেতিক চিহ্ন ইত্যাদি ব্যবহার করতে পারবেন। এখানে আপনি আপনার পছন্দ মত নাম বসাবেন, যদি সেই নামটি কেউ ব্যাবহার করে থাকে তাহলে অন্য আরেকটি দিয়ে ট্রাই করে দেখবেন।
password এখানে আপনার পছন্দ মত (সর্বনিম্ন ৮ অক্ষরের) একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। কঠিন পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন।
Make sure এখানে একই পাসওয়ার্ড দিবেন। ফর্মটি সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে Next লেখা বাটনে ক্লিক করুন।
create gmail account tutorial SM Abusayed
 তারপর আমাদের সামনে উপরের মত একটা পেজ আসবে। ফোন নম্বর লেখা  স্থানে আপনাদের  ফোন নম্বর বসিয়ে দিবেন। অবশ্যই নম্বরটি খোলা থাকতে  হবে। নম্বর লেখার বাম পাশে ছোট্ট আকারে একটা বাংলাদেশের পতাকা আছে, আপনাদের যদি অন্য দেশ দেওয়া থাকে, তাহলে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। আর ফোন নম্বর 0 বাদ দিয়ে তারপর লেখা শুরু করবেন।যেমনঃ-1911111111, 1711111111 এ রকম। ফোন নম্বর বসানোর পর Next এ ক্লিক করুন।
create gmail account tutorial SM Abusayed
এবার আমাদের সামনে এ রকম একটা পেজ আসবে এবং ফোন নম্বরে একটা ৬ ডিজিটের একটা কোড আসবে। কোডটা বসিয়ে verify তে ক্লিক করুন।
create gmail account tutorial  SM Abusayed

এখানে জন্ম তারিখ এবং gendar সিলেক্ট করতে হবে। তারপর Next বাটনে ক্লিক করবেন। তারপর যা আসবে I agree তে ক্লিক করে দিবেন।
 ব্যাচ আপনার তৈরি হয়ে গেল একটা google অর্থাৎ gmail account। এর মাধ্যমে আপনি এখন যেকোন ব্যাক্তির কাছে Email করতে পারবেন।

যদি কোন ভূল ত্রুটি  হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আর আপনাদের যদি বুঝতে কোন অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। এই টিউটোরিয়ালটি বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না।
পরবর্তী টিউটোরিয়ালটি পড়ার দাওয়াত রইল। ভালো থাকবেন সু্স্থ থাকবেন, প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।
facebook page link:https://m.facebook.com/SM-Abusayed-893391147719024/?ref=bookmarks