SSC পরীক্ষার রেজাল্ট দেখার পদ্ধতি-২০২০।Super Net Master
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা নিশ্চয়ই অবগত আছি আসছে আগামী ৩১ শে মে SSC এবং সমমানের পরীক্ষা পাবলিস্ট করা হবে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ৩১ মে প্রধানমন্ত্রীর হাতে SSC প পরীক্ষার রেজাল্ট সহ সমমানের DAKHIL পরীক্ষার রেজাল্ট এবং ভোকেশনাল পরীক্ষার রেজাল্ট হস্তান্তর করা হবে।

এবারে করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষার রেজাল্ট পাওয়া যাবে না। তাতে
সমস্যা নায় আমরা আমাদের রেজাল্ট নিজের হাতের ফোন দিয়েই দেখব। 

 কিভাবে অনলাইনে SSC পরীক্ষার রেজাল্ট দেখব??
 কিভাবে পি রেজিস্ট্রেশনের মাধ্যমে SSC পরীক্ষার রেজাল্ট দেখব????
কিভাবে এসএমএস এর মাধ্যমে SSC পরীক্ষার রেজাল্ট দেখব??

আমরা দুইটা মাধ্যমে রেজাল্ট দেখতে পারব।

**প্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে SSC রেজাল্ট দেখতে পারবো
**অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে এসএসসি রেজাল্ট দেখতে পারবো।।

প্রথমে আসি
 pre-registration এর মাধ্যমে SSC রেজাল্ট দেখবো কিভাবে?? 

প্রি রেজিস্ট্রেশনে আমরা রেজাল্ট পাবলিশ হওয়ার আগে করে রাখতে পারব। এতে করে রেজাল্ট পাবলিশ হওয়ার  সাথে সাথে আমাদের এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। আর সব থেকে মজার ব্যাপার হলো এটা করতে কোন অ্যান্ড্রয়েড ফোনের দরকার হবে না। যে কোন সাধারণ  ফোন দিয়ে করা যাবে।প্রি রেজিস্ট্রেশন করার জন্য আমাদেরকে  প্রথমে মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে।

 মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখতে হবে SSC লিখে স্পেস, তারপর বোর্ডের নামের প্রথম তিন সংখ্যা লিখে স্পেস, তারপর রোল লিখে স্পেস, তারপর সাল লিখে পাঠিয়ে দিন 16222 নাম্বারে।  = SSC<space>DHA<space>বোর্ডের নামের প্রথম তিন অক্ষর<space>রোল<space>সাল।
উদাহরণস্বরূপ--SSC DHA 259652 2020
মাদ্রাসা বোর্ডের জন্য--DAKHIL MAD 259623 2020
ভোকেশনাল--SSC TEC 259623 2020
নিচের ছবি ফলো করুন

শুধুমাত্র রোল নাম্বার দিয়ে SSC পরীক্ষার রেজাল্ট দেখুন -২০২০।।। মার্কশিট সহ পরীক্ষার রেজাল্ট দেখুন।


এবারে আসি
 কিভাবে অনলাইনে SSC পরীক্ষার রেজাল্ট দেখব।
প্রথমে নিচের লিঙ্কে ক্লিক করুন https://eboardresults.com
তারপর আমাদের সামনে নিচের মত একটি পেজ আসবে। 



 আমরা এখন যেহেতু এসএসসি রেজাল্ট দেখব । So আমাদের যেটা করতে হবে-- Examination এর বক্সে SSC সিলেক্ট করতে হবে, Year এর বক্সে পরীক্ষার সাল-- আপনি যে সালে পরীক্ষা দিছেন, Board এর বক্সে বোর্ড সিলেক্ট করবেন---আপনি যে বোর্ডে পরীক্ষা দিছেন। Result type এর বক্সে যেহেতু আমরা আমাদের নিজেদের রেজাল্ট দেখব তাই আমাদেরকে Individual Result সিলেক্ট করতে হবে।


তারপরে দেখবেন  নিচে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর নামে দুটো বক্স আছে । এখানে আমরা শুধু মাত্র রোল দিয়ে রেজাল্ট দেখব, তারপরে দেখবেন security key লেখার পাশে কিছু অক্ষর লেখা আছে। অক্ষর গুলো সঠিক ভাবে  নিচের বক্সে লিখুন। সবশেষে Get result  বাটনে ক্লিক করুন। এবার দেখুন আপনার রেজাল্ট প্রস্তুত।

প্রিয় পাঠক বন্ধুরা আমাদের ওয়েবসাইটে  নিয়মিত অনলাইন সম্পর্কে টিউটোরিয়াল পোস্ট করা হয়। আপনার অনলাইন সমস্যা সমাধানের জন্য নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। 

রেজাল্ট দেখতে কোন সমস্যা হলে ফেসবুকে নক করতে পারেন। আজকের মত আল্লাহ হাফেজ